• ঢাকা, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪

পদ্মায় ধরা পড়া পড়া ১৯ কেজির বোয়াল ৪৫ হাজারে বিক্রি

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মায় ধরা পড়া ১৯ কেজি ওজনের একটি বোয়াল ৪৫ হাজার ৬০০ টাকায় বিক্রি হয়েছে। দৌলতদিয়া ঘাটের রওশন মোল্লার আড়ৎ থেকে নিলামে কেনেন সম্রাট শাজাহান শেখ নামের এক ব্যবসায়ী।

এর আগে ভোরে দৌলতদিয়া ফেরি ঘাট সংলগ্ন পদ্মা নদীতে এক কৃষকের জালে মাছটি ধরা পরে।

সম্রাট মো. শাহজাহান শেখ জানান, সকালে দৌলতদিয়া ঘাটের রওশন মোল্লার আড়ৎ থেকে উন্মুক্ত নিলামে দুই হাজার ৪০০ টাকা কেজি দরে মাছটি কিনি। পরে মাছটি রশি দিয়ে নদীতে বেঁধে রাখা হয়েছে। আশা করছি দ্রুত মাছটি বিক্রি হয়ে যাবে।

Rent for add